প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২১, ১২:০০ পি.এম
কাশ্মিরের জনগণ কি চায় সিদ্ধান্ত তাদের বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক ।।
কাশ্মিরের জনগণ ইসলামাবাদের সাথে থাকতে চায়, নাকি স্বাধীন রাষ্ট্র চায় সেই সিদ্ধান্ত কাশ্মিরবাসীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এ ব্যাপারে তিনি বলেন, ইসলামাবাদ চায় কাশ্মিরের জনগণই সিদ্ধান্ত নেবেন যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চান নাকি স্বাধীন রাষ্ট্র চান।
সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের তারার খাল এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ইমরান খান। সেখানে তিনি এসব কথা বলেন।
কাশ্মিরের জনগণ স্বাধীন রাষ্ট্র চাইলে ইসলামাবাদ ভোটাভুটির আয়োজন করবে বলেও জানান তিনি।
২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত সরকার। জম্মু-কাশ্মির ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে বলে সে সময় জানিয়েছিল ভারত। কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেছিল দিল্লি। জম্মু-কাশ্মিরের সমস্যা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকার সেই সব সমস্যার সমাধানে সক্ষম বলেও জানিয়েছিল ভারত।
এ ঘটনায় কাশ্মির ইস্যুতে ইসলামাবাদের সঙ্গে দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho