খাগড়াছড়ি প্রতিনিধি ।।
খাগড়াছড়ির রামগড়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম দক্ষিণ নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (২৫ জুলাই) ভোর রাতে বিয়ের পাঁচদিনের মাথায় নিজ শ্বশুরবাড়ি থেকে এক মারমা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম চাইথোয়াই অং মারমা ওরপে মশা মারমা (৩৬)। সে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার বজেন্দ্র মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের প্রথম স্ত্রী গত একমাস পূর্বে পালিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলে গত ২০ জুলাই পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ নতুনপাড়ার চপাইয়ে মারমাকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন অং মারমা।
এদিকে চাপাইয়ে মারমা ২ বছর পূর্বে মাটিরাঙা উপজেলারতবলছড়ির পাইচা থ্যওয়াইকে (৩৭) বিবাহ করেছিলো তাদের সংসারে ২ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। চপাইয়ে মারমা দ্বিতীয় বিবাহের পর থেকে সাবেক স্বামী পাইচা থ্যওয়াই ফোনে তার বর্তমান স্বামীকে ছেড়ে তার সাথে চলে আসতে বলে এবং এই নিয়ে তাদের মাঝে মতবিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
তবে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho