যশোর ব্যুরো ।।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।আর কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে বাংলাদেশ পুলিশ।করোনার শুরু থেকেই সংক্রমণ হতে দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখতে প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দিন-রাত কাজ যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য।সারা দেশের ন্যায় যশোর জেলাতেও জলছে ঈদ পরবর্তী সরকার ঘোষিত কঠোর লকডাউন।যশোর জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমণের প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।
রবিবার (২৫ জুলাই) সকালে যশোর জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে লকডাউন কার্যকর ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সদর সহ জেলার প্রতিটি থানা এলাকায় টহল পরিচালনা করে।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যশোরে করোনা সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমে গেছে এবং আমরা আশা করি সরকার ঘোষিত লকডাউন যদি সকলে মেনে চলেন তবে সংক্রমণের হার কিছু দিনের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।
ডিএসবি‘র অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, জেলা পুলিশের নেতৃত্বে করোনার সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের প্রতিটি বিট অফিসাগণের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।একই সাথে নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলালও আহবান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন “ক” সার্কেল যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho