Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৬ জুলাই ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

কুষ্টিয়ায় মৃত্যু ২০, নতুন শনাক্ত ২২৩

বার্তাকন্ঠ
জুলাই ২৬, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া ব্যুরো ।।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনায় ও  উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন।

এসময়ে ৬৬৬টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন আরো ২৩৮ জন।

গতকাল রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৬ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃত্যু ও শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা গতকাল বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন ও জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২২ জন ও এর মধ্যে মারা গেছে ৫১০ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।