Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৬ জুলাই ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

জয়ের জন্মদিনে কর্মসূচি ঘোষণা যুবলীগের

বার্তাকন্ঠ
জুলাই ২৬, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ব্যুরো।। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। সোমবার (২৬ জুলাই) সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৭ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার (প্রধানমন্ত্রী) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন।

এ উপলক্ষে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সকাল ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং সব জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড নেতাদের (মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে) দোয়া-প্রার্থনার আয়োজন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে কর্মসূচিগুলো স্বাস্থ্যবিধি মেনে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।