
আন্তর্জাতিক ডেস্ক।।ভারতের কৃষক আন্দোলনকে দেশটির সংসদ ভবন পর্যন্ত নিয়ে গেলেন কংগ্রেসের রাহুল গান্ধী। সোমবার (২৬ জুলাই) সংসদ অধিবেশনে যোগ দিতে ট্রাক্টর চালিয়ে যান রাহুল। তিনি বলেন, ‘কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে কয়েকজন শিল্পপতির পকেট ভরাতে চাইছে সরকার। কৃষক স্বার্থবিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।’
বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সোমবার থেকে দিল্লিতে অবস্থান কর্মসূচিতে বসেছে নারীরা। অন্যদিকে সংযুক্ত কিসান মোর্চাসহ একাধিক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছেই।
সংসদ ভবন চত্বরে পৌঁছে তিনি বলেন, ‘সংসদে কৃষি আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না। সরকার কৃষকদের দমিয়ে রাখছে। কৃষকদের বার্তা সংসদে পৌঁছে দিতে আমি এসেছি। কালো আইন তুলে নিতে হবে।’
প্রায় এক বছর ধরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিনের পর দিন আন্দোলনের পরও কোনো সুরাহা না হওয়ায় অনেকে আত্মহত্যাও করেছেন। আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছে অনেকের। সব মিলিয়ে ৫৩৭ জন কৃষকের মৃত্যুর রেকর্ড রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। কিন্তু সম্প্রতি সংসদে তা নিয়ে প্রশ্ন করলে কেন্দ্র জানায়, কৃষক মৃত্যু নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
এ নিয়ে প্রশ্ন করলে রাহুল বলেন, ‘সরকার তো এ-ও বলছে যে কৃষকদের মধ্যে কোনো অসন্তোষ নেই, সবাই খুশি। যারা আন্দোলন করছেন, তারা সব সন্ত্রাসবাদী। কাদের জন্য এই সরকার কাজ করছে, তা কারও জানতে বাকি নেই।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho