বিনোদন ডেস্ক।। বলিউডের অন্যতম আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। রোম্যান্টিক সিনেমার প্রসঙ্গ উঠলেই তাদের নাম চলে আসে প্রথমে। সেই নব্বই দশক থেকে এখনো তাদের রসায়ন দর্শকদের কাছে সমান প্রিয়। আর তাই দর্শকদের সামনে আবারও জুটি বেঁধে আসছেন শাহরুখ-কাজল।
বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানির নতুন একটি সিনেমায় শাহরুখের অভিনয় করার কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। সম্প্রতি সিনেমাটি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে আসে। তা হলো, এখানে অভিনয় করবেন তাপসী পান্নু, বিদ্যা বালান, মনোজ বাজপায়ী ও বোমান ইরানির মতো নন্দিত তারকারা।
যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কিংবা শিল্পীদের চুক্তিবদ্ধ করানো হয়নি। তবে সূত্রের দাবি, সব ঠিক থাকলে এই তারকারাই থাকবেন শাহরুখ-হিরানির প্রজেক্টে। আগামী বছরের এপ্রিল নাগাদ এর শুটিং হতে পারে বলে ধারণা।
প্রসঙ্গত, শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছে ‘দিলওয়ালে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।