সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১০০ কেজির লেহেঙ্গায় বিয়ের কনে, ভিডিও ভাইরাল!

বার্তাকন্ঠ ডেস্ক।। বিয়ের দিন কনেরা তাদের যে পোশাকে সবচেয়ে সুন্দর দেখাবে সেটাই পরতে চান। এ কারণে বিয়ের পোশাকটা অন্যান্য যেকোনো পরিধেয় বস্ত্রের চেয়ে বেশি গুরুত্ব বহন করে।

তবে বিয়ের পোশাককে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন পাকিস্তানি এক কনে। প্রায় ১০০ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরে তিনি তাক লাগিয়ে দিয়েছেন।

ঝলমলে লেহেঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তার থেকে বেশ কয়েকহাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহেঙ্গা। কয়েকজন আবার ধরেও আছেন একটি দিক। যেন পুরোটা সকলে দেখতে পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রায় ১০০ কেজির লেহেঙ্গা বিছিয়ে কনে বসে আছেন। লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গেছে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব ছিল না। তিনি সাধারণ শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন। কনে লেহেঙ্গা বিছিয়ে বসার পর থেকে তার লেহেঙ্গা নিয়ে উপস্থিত নারীরা কানাঘুঁষা করছেন।

অনেকে আবার বলেছেন, এমন ঘটনা জীবনে দেখিনি।

তবে এ লেহেঙ্গার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ট্রলের হাত থেকে রক্ষা পাননি কনে। অনেকেই মজা করে বলেছেন, যাক লেহেঙ্গার ডিজাইনার ঝাড়ুদারের খরচও বাঁচিয়ে দিল।

আরেকজন লিখেছেন, অবশ্যই খুবই সুন্দর, তবে মেয়েটি কয়েক কদম হাঁটলেই খুব ক্লান্ত হয়ে পড়বে।

আরেকজন লিখেছেন, বুঝতে পারছি না কনে লেহেঙ্গা পরেছে নাকি লেহেঙ্গা কনেকে পরিধান করেছে।
আরেকজন বলেন, তাহলে রেড কার্পেট না ‘লেহেঙ্গা কার্পেট’ দিয়ে অভ্যর্থনা হচ্ছে।

প্রায় একবছর আগেকার এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে এবং মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সূত্র: টাইমস নাও নিউজ
জনপ্রিয়

ঈদের ছুটিতে ৯৯৯-এ কল সোয়া ২ লাখ, সবচেয়ে বেশি মারামারির

১০০ কেজির লেহেঙ্গায় বিয়ের কনে, ভিডিও ভাইরাল!

প্রকাশের সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

বার্তাকন্ঠ ডেস্ক।। বিয়ের দিন কনেরা তাদের যে পোশাকে সবচেয়ে সুন্দর দেখাবে সেটাই পরতে চান। এ কারণে বিয়ের পোশাকটা অন্যান্য যেকোনো পরিধেয় বস্ত্রের চেয়ে বেশি গুরুত্ব বহন করে।

তবে বিয়ের পোশাককে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন পাকিস্তানি এক কনে। প্রায় ১০০ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরে তিনি তাক লাগিয়ে দিয়েছেন।

ঝলমলে লেহেঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তার থেকে বেশ কয়েকহাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহেঙ্গা। কয়েকজন আবার ধরেও আছেন একটি দিক। যেন পুরোটা সকলে দেখতে পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রায় ১০০ কেজির লেহেঙ্গা বিছিয়ে কনে বসে আছেন। লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গেছে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব ছিল না। তিনি সাধারণ শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন। কনে লেহেঙ্গা বিছিয়ে বসার পর থেকে তার লেহেঙ্গা নিয়ে উপস্থিত নারীরা কানাঘুঁষা করছেন।

অনেকে আবার বলেছেন, এমন ঘটনা জীবনে দেখিনি।

তবে এ লেহেঙ্গার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ট্রলের হাত থেকে রক্ষা পাননি কনে। অনেকেই মজা করে বলেছেন, যাক লেহেঙ্গার ডিজাইনার ঝাড়ুদারের খরচও বাঁচিয়ে দিল।

আরেকজন লিখেছেন, অবশ্যই খুবই সুন্দর, তবে মেয়েটি কয়েক কদম হাঁটলেই খুব ক্লান্ত হয়ে পড়বে।

আরেকজন লিখেছেন, বুঝতে পারছি না কনে লেহেঙ্গা পরেছে নাকি লেহেঙ্গা কনেকে পরিধান করেছে।
আরেকজন বলেন, তাহলে রেড কার্পেট না ‘লেহেঙ্গা কার্পেট’ দিয়ে অভ্যর্থনা হচ্ছে।

প্রায় একবছর আগেকার এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে এবং মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সূত্র: টাইমস নাও নিউজ