প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২১, ১০:৫২ এ.এম
বাংলাদেশের টোকিও অলিম্পিক অভিযান শেষ

স্পোর্টস ডেস্ক ।।
শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক অভিযান। আরও একটি অপূর্ণ আসর। আবারও লাল-সবুজ অ্যাথলেটের হিট থেকে বিদায়। সবশেষ ৪০০ মিটারের হিট থেকে বিদায় নিলেন অ্যাথলেট জহির রায়হান। এর মধ্য দিয়ে বাংলাদেশের ৬ জন অ্যাথলেটই বিদায় নিলেন এবারের অলিম্পিক থেকে। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের পর আবারও অলিম্পিকের ৪০০ মিটারের ট্র্যাকে বাংলাদেশের অ্যাথলেট। টোকিওতে জহির রায়হান সময় নিলেন ৪৮.২৯ সেকেন্ড।
২৩ জুলাই আসর উদ্বোধনের দিনই শুরু হয়েছিল বাংলাদেশের অলিম্পিক অভিযান। সেদিন অবশ্য আর্চ্যারির র্যাঙ্কিং রাউন্ড ছিল। পরদিন মিশ্র দলগত ইভেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। ২৭ জুলাই একক ইভেন্টে ব্রিটিশ প্রতিপক্ষের সাথে জয় পেলেও রাউন্ড অব থার্টি টুর ম্যাচে কানাডিয়ান প্রতিপক্ষের কাছে হেরে যান রোমান। আর দুই দিন পর নারী এককে দিয়া সিদ্দিকী হেরে যান তার প্রথম ম্যাচেই।
মাঝে ২৫ জুলাই, শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী টোকিওর রেঞ্জে নেমেছিলেন তাঁর প্রিয় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। অলিম্পিকে দেশের যে ৬ অংশগ্রহণকারী, তাদের ৪ জনই নিজেদের সেরা স্কোর বা টাইমিংয়ের দেখা পেয়েছেন। ব্যতিক্রম কেবল বাকী ও জহির। ৬১৯ দশমিক আট স্কোর করে ৪১তম হয়ে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বিদায় নেন বাংলাদেশ শ্যুটার।
৩০ জুলাই আলাদা ইভেন্টে পুলে নেমেছিলেন দেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম। হিট থেকে বিদায় নিলেও দুজনই করেছেন ক্যারিয়ার সেরা টাইমিং। ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে ৫১তম হয়েছেন দীর্ঘদিন ফ্রান্সে অনুশীলন করা আরিফুল। আর নারীদের এই ইভেন্টে ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে ৬৮তম ইংল্যান্ড প্রবাসী জুনাইনা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho