চাঁদপুর প্রতিনিধি ।।
চাঁদপুরের হাজীগঞ্জে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আব্দুল রশিদ (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার রাত ৯ টার দিকে পুলিশ তাঁকে আটক করে। অভিযুক্ত রশিদ উপজেলার মোল্লাডহর নোয়া বাড়ির আব্দুস সোবহানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
ধর্ষিতার মা জানান, আমাদের নতুন বাড়ির চারপাশে বর্ষার পানি। শনিবার দুপুরের দিকে ঘরে আমার কিশোরী মেয়েকে রেখে নৌকা যোগে গ্রামের দোকানে বাজার করতে যাই। এ সুযোগে আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে দেবর রশিদ। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে সকল ঘটনা খুলে বলে।
স্থানীয়রা জানান, আমরা শুনে ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটকে রাখি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা ৯৯৯ ফোন করে জানালে, পুলিশ রাত ৯ টার দিকে আসলে আমরা ধর্ষককে হাতে তুলে দেই।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবেদীন বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ধর্ষকসহ ভিকটিমকে রাত সাড়ে ১০টার দিকে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho