বিনোদন ডেস্ক ।।
বলিউডের নয়া সেনসেশন কিয়ারা আদভানি। একের পর এক সিনেমায় তার গ্ল্যামার আর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক-সমালোচকরা। মাত্র ছ’বছরেই তিনি মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কাজ করেছেন বড় বড় তারকা ও নির্মাতার সঙ্গে।
শনিবার (৩১ জুলাই) ছিল কিয়ারার জন্মদিন। এ দিনে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসাময় শুভেচ্ছা পেয়েছেন। তবে জন্মদিনে তার পাওয়া সেরা উপহার ছিল একটি সিনেমা। এমনটা অভিনেত্রী নিজেই জানালেন।
ভারতের দক্ষিণী সিনেমার সফল নির্মাতা শঙ্করের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কিয়ারা। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার রামচরণের সঙ্গে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
এই সিনেমায় যুক্ত হয়ে ভীষণ উচ্ছ্বসিত কিয়ারা। বললেন, ‘এটা এখনও পর্যন্ত পাওয়া আমার অন্যতম সেরা জন্মদিনের উপহার। আমি এই সংস্থার সাথে কাজ করতে একদিকে যেমন আগ্রহী, তেমনই একটু ভয়ও করছে। কবে শুটিং শুরু হবে সেই অপেক্ষায় আছি। আশা করছি এখানে নিজের অভিনয় প্রতিভা দেখানোর বড় একটি সুযোগ পাব।’
এদিকে কিছু দিন আগেই প্রকাশ হয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’র ট্রেলার ও গান। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। যিনি কিয়ারার বাস্তব জীবনের প্রেমিক।
গত বছর কিয়ারা অভিনীত মোট ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে ‘ভুলভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিও’ ও ‘মিস্টার লেলে’ অন্যতম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho