লালমনিরহাট প্রতিনিধি ।।
দুই প্রতারক চক্রের মুল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধায় থানায় প্রেস ব্রিফিং জেলা পুলিশ।
রবিবার (১লা আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানার হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।
প্রেস ব্রিফিং বলা হয়, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় দুই প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম দুই ট্রাক ভুট্টা আত্মসাৎ করেন। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে দুই উপজেলার থানা পুলিশের তৎপরতায় সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে আগামীতে কোন মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য লালমনিরহাট জেলা পুলিশ কঠোর থাকবেন বলে প্রেস ব্রিফিং-এ জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এস.আই আজমীর হোসেন, এস.আই আংগুর, এস.আই মিজান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho