সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীর লাথিতে রিকশাচালকের মৃত্যু

যাত্রীর লাথিতে রিকশাচালকের মৃত্যু

সাভার প্রতিনিধি ।।
আশুলিয়ায় মাত্র পাঁচ টাকার জন্য বাগবিতণ্ডায় আলিম হোসেন (৪০) নামের এক রিকশাচালককে লাথি মেরেছেন ফজলুল হক নামের এক যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশাচালক গাজীপুরের বাগবাড়ি এলাকার জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে নরসিংহপুর এলাকা থেকে ইউসুফ মার্কেট যাওয়ার জন্য রিকশায় ওঠেন ওই যাত্রী। পরে ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশাচালকের সঙ্গে পাঁচ টাকা বেশি ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই যাত্রী চালককে লাথি মারেন। এতে রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
জনপ্রিয়

ফেসবুকে পোস্ট নিয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা

যাত্রীর লাথিতে রিকশাচালকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
সাভার প্রতিনিধি ।।
আশুলিয়ায় মাত্র পাঁচ টাকার জন্য বাগবিতণ্ডায় আলিম হোসেন (৪০) নামের এক রিকশাচালককে লাথি মেরেছেন ফজলুল হক নামের এক যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশাচালক গাজীপুরের বাগবাড়ি এলাকার জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ সকালে নরসিংহপুর এলাকা থেকে ইউসুফ মার্কেট যাওয়ার জন্য রিকশায় ওঠেন ওই যাত্রী। পরে ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছালে রিকশাচালকের সঙ্গে পাঁচ টাকা বেশি ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই যাত্রী চালককে লাথি মারেন। এতে রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।