স্টাফ রিপোর্টার ।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে। অন্য কেউ নয়। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার পর এখন জিয়াউর রহমানকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন দিলে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করে তিনি।
সোমবার (২ আগস্ট) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি অভিযোগ করেন, লকডাউনের গরীব মানুষদের পাশে না দাঁড়িয়ে সরকার তাদের জীবন জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে।
শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসংগে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে হেয় করতেই এমন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগনের মুখ বন্ধ আর বিরোধীমত দমন করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি'র মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho