কুমিল্লা ব্যুরো ।।
কুমিল্লার লাকসামে ঘরের সিলিং থেকে তিন বস্তা গাঁজাসহ আহম্মদ ফারুক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আহম্মদ ফারুক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা মসজিদ বাড়ির আবদুস সাত্তারের ছেলে।
সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামড্যা গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহম্মদ ফারুকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যমতে ঘরের সিলিংয়ের উপর তল্লাশী চালিয়ে তিন বস্তা গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার পরিমাণ ৩৬ কেজি। এ ঘটনায় তার বিরুদ্ধে রাতে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho