বিনোদন ডেস্ক ।।
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি বিতর্কিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার অন্যতম সহযোগী। গ্রেপ্তার করা হয়েছে মিশুর আরেক সহযোগীকেও। বুধবার দুপুরে র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় মিশুকে গ্রেপ্তারের তথ্য জানানো হলেও কখন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবে এলিট ফোর্সটি।
জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসা ও মৌ আক্তারের অন্যতম সহযোগী মিশু। পিয়াসাদের নিয়ন্ত্রণ করতেন তিনি। এসব মডেলদের ব্যবহার করে মিশু মাদক কারবার, ব্ল্যাকমেইলসহ নানান অপরাধ করতেন। গরু আমদানির নামে গরুর পেটে কৌশলে স্বর্ণ ও হীরার চালান আনতেন মিশু। এভাবে চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি।
গত রবিবার ঢাকার বারিধারার একটি বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই সময় বাসাটি থেকে ইয়াবা, মদ ও সীসা পাওয়া যায়। পরে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho