Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ৪ আগস্ট ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

মানালি দে গোপন কীর্তি ফাঁস করলেন

বার্তাকন্ঠ
আগস্ট ৪, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক ।।

ওপার বাংলায় টেলিভিশনের বেশ পরিচিতি মুখ অভিনেত্রী মানালি দে। বড় পর্দায়ও তিনি অভিনয় করেছেন। এখন তিনি যতই তারকা হন না কেন, ছোটবেলায় আর পাঁচজনের মতোই বিভিন্ন দুষ্টুমি করে বেড়িয়েছেন মানালি। একবার জি বাংলার টেলি শো ‘দাদাগিরি’তে এসে ছোটবেলার তেমনই একটা কাণ্ডকারখানা ফাঁস করেছিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’র সেই বিশেষ পর্বটি। ওই এপিসোডে মানালি দে’র সঙ্গে হাজির ছিলেন ঋদ্ধিমা ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী। সেখানে তারকাদের সঙ্গে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর কথোপকথনে উঠে এসেছে ছোটবেলায় তারকাদের ব্ল্যাংক কল করার কথা।

সেই অনুষ্ঠানে মানালি প্রকাশ্যেই স্বীকার করে নেন, ছোটবেলায় তিনিও ব্ল্যাংক কল করতেন, তাও আবার সেটা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরমব্রতই নাকি তখন ছিলেন মানালির ক্রাশ। ‘দাদাগিরি’তে এসে মানালির মুখে এমন কথা শুনে কিছুটা অপ্রস্তুত পরমব্রত বলেন, কবে এটা?

মানালির কথায়, ‘তখন আমি খুব সম্ভবত ক্লাস থ্রি অথবা ফোর-এ পড়তাম। আমি ফোন করে বলতাম, পরমদা বলছেন? অপর দিক থেকে উত্তর আসতো, হ্যাঁ, কে? আমি তখন বলতাম, দাদা আমি না আপনাকে খুব পছন্দ করি। উত্তরে পরমদা আমি এখন ব্যস্ত আছি বলে ফোন রেখে দিত।’

তবে শুধু মানালি নন, সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ‘দাদাগিরি’র ওই বিশেষ পর্ব থেকে এভাবেই উঠে এসেছিল ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতা, অভিনেত্রীদের স্কুল লাইফের কাণ্ডকারখানার কথা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।