Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৬ আগস্ট ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে তিন হাসপাতালে ২৯টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

বার্তাকন্ঠ
আগস্ট ৬, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম ফারুক আহমেদ, সখিপুর (টাঙ্গাইল) ।। টাঙ্গাইলের সখীপুরসহ তিন হাসপাতালে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ ২৯টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আজ বৃহস্পতিবার ৫ (আগষ্ট) মহামারি করোনার আক্রান্ত রোগীর শ্বাস কষ্টরোধে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ টি এবং বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি অক্সিজেন সিলিন্ডার ওই তিন হাসপাতালে কর্মকর্তার কাছে পৌছে দেন।।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহানের হাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের সৌজ্যনে এসব সিলিন্ডার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন
ইউএনও চিত্রা শিকারী , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ টাঙ্গাইল উপকেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক খঃ সৈয়দ আল খালিদ স্বপন, আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুল হাসান মাসুদ রানা, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম, ছাত্রনেতা আহমেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ যেহারে ছড়িয়ে পড়ছে এতে সখীপুর হসপিটালে থাকা করোনা রোগীদের শ্বাসকষ্টের ভয়াবহতা রোধে আইইবি এবং ম্যাক্স গ্রুপের এই অক্সিজেন সিলিন্ডার অনেক উপকারে আসবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।