আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ (জামালপুর)।। জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্বা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৫ আগষ্ট সকাল ১০টায় বীর মুক্তিযোদ্বা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জম্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ , মুক্তিযোদ্বা পরিষদ, পৌর সভা, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন।
জম্মবার্ষিকী উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় উদ্যোগে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয় । পরে তার পরিবার ও সকল শহীদদের প্রতি দোয়া করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।