Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৬ আগস্ট ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

যৌন অপরাধী জেফ্রির সঙ্গে সময় কাটানো ছিল বড় ভুল-বিল গেটস

বার্তাকন্ঠ
আগস্ট ৬, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক।।যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সময় কাটানো বড় ভুল ছিল বলে জানিয়েছেন বিল গেটস। বুধবার সিএনএনের অ্যান্ড্রাসন কুপারের সাথে আলাপকালে এ কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

এপস্টাইনের সাথে বেশ কয়েকবার নৈশ্যভোজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিল গেটস। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।

এদিকে, মেলিন্ডার সাথে বিচ্ছেদের পেছনে এপস্টাইনের হাত ছিল বলে গুজবকে নাকচ করে বিল গেটস বলেন, এটা (বিচ্ছেদ) হওয়াই ছিল। আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল।

নারী পাচার,বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে জেফ্রি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।