নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮০ হাজার পিস ইয়াবাসহ মহাম্মদ ইয়াসিন নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে আটক করেছে র্যাব।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।ট্রাকটি তল্লাশি করে সামনের কেবিনে টুলবক্সের মধ্যে এবং ট্রাকে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর সহকারী পরিচালক বীনা রানী দাস শুক্রবার (৬ আগস্ট) বলেন, আটককৃত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অভিনব পন্থায় ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।