আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর):।। সারা দেশের ন্যায় জামালপুরে বকশীগঞ্জেও ইউনিয়ন পর্যায়ে করোনা-ভাইরাসের টিকা প্রদান শুরু হযেছে। শনিবার উপজেলার ৭টি ইউনিয়নের টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি ইউনিয়নে ৬শ’ করে টিকা দেওয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ প্রতাপ নন্দি জানিয়েছেন। প্রতিটি টিকাদান কেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের উপস্থিত চোখে পড়ার মতো ছিলো।
বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাদান কেন্দ্র পরিদর্শণ উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দি, ওসি শফিকুল ইসলাম সম্রাট ও ৪নং সাধুরপাড়ার চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দি বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের আজ মোট ৪ হাজার ২শত’ জন প্রতি ইউপিতে ৬০০ মানুষ করোনা টিকা পাবে। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে মানুষের মধ্যে টিকা গ্রহণ করতে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে সরকারের নির্দেশনায় পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।