রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে ২ শতাধিক তালেবান নিহত

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক ।।

আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। 

গতকাল শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমানবাহিনীর এ হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকেই হামলার মাত্রা বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলো ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। সাঁড়াশি আক্রমণের কৌশল হিসাবে তাদের সহযোগিতা করার জন্য বিমানবাহিনীকে কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র।

ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জাওজান প্রদেশের সেবারঘান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।

দুইদিন আগেই জাওজান প্রদেশের সেবারঘান শহর তালেবানের দখলে চলে যায়। নিমরোজ প্রদেশের পর এই নিয়ে দ্বিতীয় কোনো প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান। শুক্রবার থেকেই আফগান সেনা ও তালেবান জঙ্গিদের সাথে লড়াই চলছিল শেবারঘান শহরে।

আফগানিস্তানের অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে। দুই পক্ষের লড়াইয়ে পড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হাজার হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছাড়ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণের লস্করগাহসহ কান্দাহারের বিভিন্ন শহর এখন চাপের মুখে রয়েছে।

জনপ্রিয়

আওয়ামী লীগ লুট করা টাকায় নাশকতার পরিকল্পনা করছে: রিজভী 

মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে ২ শতাধিক তালেবান নিহত

প্রকাশের সময় : ১২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ।।

আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। 

গতকাল শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমানবাহিনীর এ হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকেই হামলার মাত্রা বাড়িয়েছে আফগান সেনা। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে সেগুলো ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। সাঁড়াশি আক্রমণের কৌশল হিসাবে তাদের সহযোগিতা করার জন্য বিমানবাহিনীকে কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র।

ফাওয়াদ জানান, আফগান সেনা গোপন সূত্রে সেনা খবর পায় জাওজান প্রদেশের সেবারঘান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপরই বিমানহানা চালানো হয়। মার্কিন বি-৫২ বিমান পর পর বোমাবর্ষণ করে জঙ্গিদের গোপন ডেরা লক্ষ্য করে।

দুইদিন আগেই জাওজান প্রদেশের সেবারঘান শহর তালেবানের দখলে চলে যায়। নিমরোজ প্রদেশের পর এই নিয়ে দ্বিতীয় কোনো প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান। শুক্রবার থেকেই আফগান সেনা ও তালেবান জঙ্গিদের সাথে লড়াই চলছিল শেবারঘান শহরে।

আফগানিস্তানের অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে। দুই পক্ষের লড়াইয়ে পড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হাজার হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছাড়ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণের লস্করগাহসহ কান্দাহারের বিভিন্ন শহর এখন চাপের মুখে রয়েছে।