
স্পোর্টস ডেস্ক।।ভারতের ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে বাবার বিভিন্ন ম্যাচ চলাকালে গ্যালারিতে দেখা যেত। সেদিনের সেই ছোট্ট মেয়েটি আর ছোট নেই। সামনের অক্টোবরেই ২৪ বছরে পা দেবেন সারা।
সম্প্রতি বলিউড নায়ক শহীদ কাপুরের সাথে হিন্দি সিনেমায় সারা অভিনয় করছেন বলে গুজব ওঠে। তবে সেই গুজবে পানি ঢেলে শচীন জানান, সারার হিন্দি সিনেমায় অভিনয়ের কোনো পরিকল্পনাই নেই।
বলিউডে অভিনয় না করলেও বলিউড অভিনেতা রনবীর কাপুরের দারুণ ফ্যান সারা। এমনকি রনবীর তার সেলিব্রেটি ক্রাশ বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। আর রনবীরের বাজিরাও মাস্তানি সারার প্রিয় সিনেমা।
হিন্দি সিনেমায় অভিনয়ের গুজব ছাড়াও ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে এ ব্যাপারে সারা আর শুভমান দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।
বাবা শচীনের সাথে অবশ্য দারুণ সম্পর্ক সারার। ক্রিকেটার বাবা সাহারা কাপ জেতার খুশিতে কাপের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম সারা রাখেন!
লন্ডন থেকে স্নাতক শেষ করেছেন সারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় তিনি। সারার ইনস্টাগ্রামে রয়েছে মাত্র ৮২টি ছবি। কিন্তু তাতেই তার ফলোয়ারের সংখ্যা ১.২ মিলিয়ন। সেলিব্রেটির সন্তান বলে কথা!
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho