রাজবাড়ী প্রতিনিধি ।।
করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান মেয়ে আকলিমা খাতুন (৬০)। এ খবর পেয়ে উপসর্গ ও অনান্য শারীরিক জটিলতা নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন মা আলিয়া বেগমও (৮০) মারা যান।
রাজবাড়ী সিভিল সার্জন সূত্রে জানা যায়, মা আলিমা বেগম গত ৩ আগস্ট করোনার উপসর্গ ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসলে তাকে র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়। তিনি কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়।
এরপর তিনি নিজ বাড়ি ফিরে যান, আবার গত-৯ই আগস্ট তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন থাকলে ১০ আগস্ট মারা যান। অন্যদিকে একই দিন মেয়ে আকলিমা বেগম মারা যান ফরিদপুরে।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত মেয়ে আকলিমা বেগম মারা গেলেও বিষয়টি শুনেছি। তার মৃত্যুর রেকর্ড আমাদের এখানে নেই । যেহেতু তিনি ফরিদপুরে মারা গেছেন আজকে হয়তো পরিবারের কাছ থেকে বিষয়টির বিস্তারিত জানতে পারব বলে জানান ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho