
লালমনিরহাট প্রতিনিধি ।।সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় স্মারকলিপি দিয়েছেন মানবাধিকার কমিশন।
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়।
এ সময় মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু, মানবাধিকার কমিশনের সদস্য ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফা, তবিবর রহমান, সাজ্জাদ হোসেন সাগর, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।
মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বলেন, মেধাবী অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই কলেজ প্রতিষ্ঠায় মিন্টু চন্দ্রের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ ঘটনায় সুষ্ঠু বিচারের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসি ও পরিবারের আর্থিক ক্ষতি নিরুপন করে কার্যকরী ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho