প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৭:৫২ পি.এম
সুন্দরবনে হরিণের ফাঁদসহ ৪ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি।। সুন্দরবনে হরিণের ফাঁদসহ চার চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে এদেরকে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে চার হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি ইঞ্জিন চালিত নৌকা, দুই বোতল কিটনাশক ও দুইটি চাকু জব্দ করে বনরক্ষিরা।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), একই এলাকার হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।
অন্যদিকে একই দিন রাতে শরণখোলা রেঞ্জের পানিরঘাট কিটনাশকযুক্ত দুই কেজি চিংড়ি মাছসহ জাহাঙ্গীর বাওয়ালী (২৫) নামের এক জেলেকে আটক করেছে বন বিভাগ। সে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আঃ হাকিম বাহালীর ছেলে। রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার চোরা শিকারিকে আটক করেছে। পরে তাদের নৌকা তল্লাশী করে হরিণ ধরা ফাঁদ ও কীটনাশক উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho