
যশোর ব্যুরো ।।
যশোরের কেশবপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাসেল (২৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
গ্রামবাসী জানিয়েছে, উপজেলার সাবদিয়া গ্রামের রাসেল হোসেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সারারাত খোঁজ করেও তাকে পায়নি। সকালে উপজেলার সিংড়া বাজারের পাশের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।