শেখ নাজমুল, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে পারছেনা উপকুলীয় এলাকার ইলিশ জেলেরা। বুধবার সকাল থেকে সাগড়ে মাছ ধরতে যাওয়া শরণখোলার প্রায় ৫ সহাস্রাধীক জেলে আশ্রয় নিয়েছে সাগর তীরবর্তি সুন্দরবনের নদী- খালে।
বার বার বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরা বন্ধ হওয়ায় জেলেরা মহা সংকটে পড়েছেন।
পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সামসুল আরেফীন জানান, বঙ্গোপসাগরে নিম্ন চাপের সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল রয়েছে। ডেউয়ের আঘাতে জেলেরা সাগরে টিকতে না পেরে আশ্রয় নিয়েছে বনের, কটকা,দুবলা, আলোরকোল, শ্যালার চর, মেহেরআলীর চর সহ বিভিন্ন স্থানে। এছাড়া কিছু মাছ ধরা ট্রলার সাগর তীরবর্তী মৎস্য মোকাম মহিপুর ও পাথর ঘাটায় আশ্রয় নিয়েছে। আবহাওয়া অনুকুলে আসলে তারা আবার সমুদ্রে ফিরে যাবে। বনরক্ষীরা জেলেদের প্রহরার দায়ীত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho