বিনোদন ডেস্ক।।
কিং খান খ্যাত ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত ও সফল নির্মাতা এস এ হক অলিকের পরিচালিত নতুন চলচ্চিত্র ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে।
পরিচালক অলিক জানান, শাকিবের সাথে আলাপ চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো লিখিত চুক্তি হয়নি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিক ভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে।
প্রযোজক খসরু জানান, শাকিব প্রথমবার অনুদানের সিনেমা করছেন।
তিনি আরো বলেন, অনুদানের সিনেমা বলতে এতদিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। এতদিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তিই হলো অনুদানের চলচ্চিত্র। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।
সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আপাতত সিনেমার লোকেশন খুঁজছেন নির্মাতা অলিক।
গলুই সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন- বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho