
ঢাকা ব্যুরো।।
দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীর প্রেমিকের সহায়তায় বৃহস্পতিবার বিকালে দলবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর কথিত প্রেমিকসহ চার তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন- কিশোরীর কথিত প্রেমিক মো. শুভ (১৯), ইসমাইল ওরফে কুট্টি (২২), মুন্না (২১) ও আখের খান (১৯)।
র্যাব-১০ সিপিসি ২ কেরানীগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, ঘটনার মূলহোতা শুভ পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ময়না নামের এক নারীর সহায়তায় বেড়াতে যাওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শুভসহ চার বন্ধু মিলে কিশোরীকে গণধর্ষণ করে।
একপর্যায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে মেয়েটিকে ঝোপের মধ্যে ফেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা কিশোরীকে রক্তাক্ত অবস্থায উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
র্যাবের কাছে অভিযোগ দিলে র্যাব দ্রুত অভিযানে নামে। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে ধর্ষণকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সহযোগী ময়না নামের ওই নারী পলাতক রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho