
বিনোদন ডেস্ক।।টালিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘কিশমিশ’। করোনাজনিত লকডাউনের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর কয়েক দিন আগেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। রাহুল মুখার্জির পরিচালনায় নির্মাণাধীন এই সিনেমায় দেবের বিপরীতে আছেন তার বাস্তব জীবনের প্রেমিকা রুক্মিণী মৈত্র।
তবে সিনেমাটিতে থাকছে বেশ কিছু চমক। টালিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে এই সিনেমায়। ইতোমধ্যে জানা গেছে, যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন অতিথি চরিত্রে। তারা শুটিংয়েও অংশ নিয়েছেন।
এবার জানা গেল, জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও অভিনয় করছেন ‘কিশমিশ’-এ। অবশ্য তিনিও অতিথি চরিত্রে থাকছেন। তবে অভিনেত্রীর মতে, গল্পের প্রয়োজনে চরিত্রটি বেশ দরকারি। শ্রাবন্তী বলেন, ‘এই সিনেমায় আমি অভিনেত্রী শ্রাবন্তী চরিত্রেই আছি। এটা অতিথি চরিত্র, তবে এর উপস্থিতি সিনেমাটির গল্পে ভিন্নতা আনবে। যখন দেব আমার কাছে এই সিনেমার প্রস্তাব নিয়ে আসে, তখনই এর গল্পটা বেশ মজার লেগেছিল। তাই কাজটিতে যুক্ত হয়েছি।’
দেবের সিনেমা হলেও এই সিনেমায় দেবের সঙ্গে কোনো দৃশ্যে দেখা যাবে না শ্রাবন্তীকে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘যদিও দেবের সঙ্গে আমার দৃশ্য নেই, তবে ওর সঙ্গে একই সিনেমায় প্রায় ৬ বছর পর কাজ করেছি। এটাই তো বড় ব্যাপার।’
অন্যদিকে দেব বললেন, ‘শুটিং সেটে শ্রাবন্তীর সঙ্গে বরাবরই অনেক মজা হয়। সে আমার অনেক ভালো বন্ধু। দর্শকরাও আমাদের অন-স্ক্রিন রসায়ন অনেক পছন্দ করেছেন।’
উল্লেখ্য, দেব ও শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করেছেন ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, শুধু তোমারই জন্য’ ইত্যাদি সিনেমায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho