হাফেজ মাওঃ মেহেদী হাসান।।
হযরত উ’সমান ও সালমান রদিয়াল্লহু আ’নহুমা এর হাদীস।
আবু উ’সমান রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লহু আ’নহু এর সহিত একটি গাছের নিচে ছিলাম। তিনি সেই গাছের একটি শুষ্ক ডাল হাতে লইয়া নাড়িলেন, ফলে উহার পাতাগুলি ঝড়িয়া গেল। তারপর তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না যে, আমি কেন এমন করিলাম? আমি বলিলাম, বলুন কেন এমন করিলেন, একবার আমি রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের সহিত একটি গাছের নিচে ছিলাম। তিনিও আমার সহিত এমনই করিলেন, গাছের একটি শুষ্ক ডাল লইয়া নাড়িলেন, ফলে উহার পাতাগুলি ঝরিয়া গেল। তারপর তিনি বলিলেন, হে সালমান! তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এমন করিলাম? আমি বলিলাম, বলিয়া দিন কেন এমন করিলেন। তিনি বলিলেন, হে সালমান! একজন মুসলমান যখন অযু করে এবং তাহা উত্তমরূপে করে, অতঃপর সে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, তাহার গুনাহ সমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই গাছের পাতা সমূহ ঝরিতেছে। তারপর তিনি কুরআন পাকের এই আয়াত তেলাওয়াত করিলেন–
وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ
অর্থঃ দিনের উভয় প্রান্তে (অর্থাৎ সকাল ও সন্ধ্যায়) এবং রাত্রের একাংশে নামায কায়েম কর। নিঃসন্দেহে নেক কাজ সমূহ গুনাহগুলিকে দূর করিয়া দেয়। যাহারা নসীহাত মানিয়া চলে তাহাদের জন্য ইহা একটি নসীহাত। (সূরা হুদঃ ১১৪) (আহমাদ, নাসায়ী)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৩৯০-৩৯১
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho