বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে ১০ মণ ওজনের এক বিশালাকৃতির শাপলাপাতা মাছ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা এই মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভিড় জমান কেবি বাজারে।
মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে শাপলাপাতা মাছটি বিক্রির জন্য নিয়ে গেলে উৎসুক জনতা ভিড় করে।
জানা গেছে, শহরের কেবি বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার যৌথভাবে ৪৮ হাজার টাকায় মাছটি কেনেন। পরে তারা সেটি বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে কেটে বিক্রি করেন।
স্থানীয় সূত্র জানায়, পাঁচদিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল শাপলাপাতা মাছটি। আড়তদার অনুপ কুমার বিশ্বাস বলেন, এত বড় মাছ খুব কম পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী জাকির বলেন, শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচড়া বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি অনেক বড়, তাই ৩৫০ টাকা দরে বিক্রি করছি।
কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মধ্যে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া শাপলাপাতা মাছটির ওজন অন্তত ১০ মণ। এর আগে, ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho