বিনোদন ডেস্ক ।।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেট থাকলেও শোনা গিয়েছিল অগাস্টের শেষেই সম্ভবত প্রথম সন্তানের জন্ম দেবেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। অবশেষে চলে এল সেই খুশির দিন। সম্ভবত আগামিকাল বৃহস্পতিবারই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। সঙ্গে আছেন তার বর্তমান জীবনসঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্তান জন্ম দেবেন। এ খবর ছড়াতেই জোর জল্পনা ইন্ডাস্ট্রি এবং অনুরাগী মহলে। নুসরাত জাহান তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, সন্তান জন্মানোর সময় যশ দাশগুপ্ত যেন তার পাশে থাকেন। সেই মতো বুধবার যশই সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছেন নুসরাতকে।
খবর যদি সত্যি হয়, তবে আর মাত্র এক দিন বাকি জনপ্রিয় এই নায়িকার সন্তান পৃথিবীর আলো দেখার। কিন্তু এখনো তিনি প্রকাশ করেননি এ সন্তানের বাবা কে। যদিও কারোই জানতে বাকি নেই যে, অনাগত সন্তানের বাবা আর কেউ নন, যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছে নুসরাত। তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।
এদিকে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। তিনি দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।
এদিকে নুসরাত এবং তার প্রেমিক যশের ইনস্টাগ্রাম স্টোরি বলছে, মঙ্গলবারও তারা একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও বরাবরের মতো এবারও নেটমাধ্যমে কোনো ছবি দেননি তারা। তার বদলে যশ এবং নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় একই রেস্তোরাঁর ছবি।
সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। প্রায় একই সময়ে দুজনের প্রোফাইলে একই জায়গার ছবি দেখে নেটাগরিকদের বিষয়টি বুঝে নিতে অসুবিধা হয়নি যে, তারা একসঙ্গেই খেতে গিয়েছিলেন। এখন দুজন অপেক্ষায়, কখন তাদের সন্তান পৃথিবীতে আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho