প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২১, ১:৪৯ পি.এম
খুলনা সিটি কর্পোরেশনের ৬০৮ কোটি টাকা বাজেট ঘোষণা

খুলনা ব্যুরো ।।
খুলনা সিটি কর্পোরেশন ৬০৮ কোটি ২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটকে উন্নয়নমুখী আখ্যা দিয়ে নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা, বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয় বিবেচনা নিয়ে প্রনয়ণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কেসিসি’র শহীদ আলতাব মিলনায়তনে মেয়র তালুকদার আবদুল খালেক বাজেট ঘোষণা করেন। গত বছরের ২৬ আগষ্ট একই স্থানে কর্তৃপক্ষ বাজেট ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ স্ট্যারিং কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম।
বাজেটে বলা হয়, গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ৫০৪ কোটি ৩১ লাখ টাকা। সংশোধিত বাজেটের আকার ৩৬৯ কোটি ১৯ লাখ টাকার। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৩ দশমিক ২০ শতাংশ। বাজেট পেশকালে মেয়র বলেন, কেসিসি’র নিয়মিত ও মাষ্টার রোল কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিজনিত কারণে করপোরেশনের সংস্থাপন ব্যয় বাড়ছে।
নির্বাচনী অঙ্গিকারের কথা ব্যক্ত করে মেয়র বলেন, চলতি অর্থ বছরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ১’শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভারত সরকারের অর্থায়নে কৃষি মার্কেট, কম্পিউটার ল্যাব স্থাপনে ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ময়ুর নদ সংরক্ষণে ডিজাইনের পরিকল্পনা চলছে। এডিবি, বিশ্বব্যাংক, ইউএনডিপিসহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় ১৫টি প্রকল্পের কাজ চলছে।
আশা করা যাচ্ছে এসব প্রকল্পে ১৫৩ কোটি টাকা পাওয়া যাবে। শলুয়ায় কল্টোল ডাম্পিং পয়েন্ট তৈরি হবে। এ পয়েন্টের বর্জ্য ব্যবস্থাপনা থেকে সার, বিদ্যুৎ ও জালানি উৎপন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho