
হাতীবান্ধা (লালমনিরহাট)।।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গবর ফেলানো গর্তের পানিতে ডুবে লিমন ইসলাম নামে এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু লিমন উপজেলার ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
জানা গেছে, তাইজুল ইসলামের বাড়ির সামনে একটি গবর ফেলানোর জন্য বড় গর্ত রয়েছে। বৃষ্টির কারনে সেই গর্তে পানি জমেছে। দুপুরের দিকে শিশুটি তার মাকে দেখতে না পেয়ে একাই বাড়ি থেকে বের হলে সেই গর্তে পড়ে যায়। ততক্ষনাৎ স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, তাইজুল ইসলামের বাড়ির সামনে একটি গবর ফেলানোর জন্য বড় গর্ত রয়েছে। বৃষ্টির কারনে সেই গর্তে পানি জমেছে। দুপুরের দিকে শিশুটি তার মাকে দেখতে না পেয়ে একাই বাড়ি থেকে বের হলে সেই গর্তে পড়ে যায়। ততক্ষনাৎ স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।