প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ৭:৩১ পি.এম
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

ইসমাইল ইমন,চট্টগ্রাম মহানগর।।চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী থানা চন্দনাইশ উপজেলার প্রথিতযশা মহা মনীষীদের জন্ম স্থান খ্যাত বরকল ইউনিয়নের শামসুজ্জামান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হলো চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১২ ফুটবল টুর্নামেন্টে।
২৭ শে আগষ্ট, শুক্রবার বেলা চারটায়।চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাডেমীর সভাপতি মোহাম্মদ সাহেবের সভাপতিত্বে ও চন্দনাইশ ছাত্র সমিতির সহ সভাপতি একেএম নাইম উদ্দিন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা একেএম জয়নাল আবেদীন, উদ্বোধক জনাব আজম কাজী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন, আব্দুল মান্নান আমিনুল ইসলাম ও ইসমাইল ইমন।
টুর্নামেন্ট পরিচালনা করেন আমি লিখলাম বাবুল আরিফুর রহমান ও রিয়াদ।
উদ্বোধনী প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চর বরমা ফুটবল ফাউন্ডেশন ও শেখ চাদের পাড়া ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলায় অংশগ্রহণ করেন পশ্চিম কেশুয়া ফুটবল একাদশ ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ফুটবল একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন মাদকমুক্ত সমাজ গড়তে ক্রিয়া সাংস্কৃতির বিকল্প নেই দীর্ঘমেয়াদী লকডাউন এর কারণে ঘরবন্দি শিশু-কিশোর হঠাৎ এমন একটি টুর্নামেন্টের আয়োজন অংশগ্রহণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছে, শিশু-কিশোরকে নেশা থেকে দূরে রাখতে মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় যুবসমাজকে এইরকম টুর্নামেন্টের আয়োজন করার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho