প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ৯:৪০ পি.এম
মানিকগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদে ডেকে এনে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে জানা যায়।
শুক্রবার রাতে ভুক্তভোগী হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৫) লেছড়াগঞ্জ ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামের এক সন্তানের জননী ওই নারীর সঙ্গে বাবু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৯ মে বিকেলে বাবু মোবাইল ফোনে ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যায়। পরে বাবু তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করে। এরপর বাবুর বিয়ের আশ্বাসে ওই নারী তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে ওই নারী অন্তসত্বা হয়ে পড়লে বাবু গর্ভের সন্তানটিকে নষ্ট করতে বলে। না হলে গৃহবধূর চার বছর বয়সী ছেলে সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় বাবু।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho