সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ-ডাকাত গোলাগুলি, এএসআই গুলিবিদ্ধ

মুরাদ হাসান, রূপগঞ্জ।।  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের  সাথে পুলিশের গোলাগুলিতে  আড়াইহাজার থানার এএসআই   সোহরাব হোসেন   গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে আড়াইহাজার  থানা পুলিশের  একটি টহল টিম এএসআই  সোহরাব হোসেন নেতৃত্বে গোপালদী বাজারে অবস্থা নেয় এসময় পুলিশের উপস্থিতি  জানতে পেরে পুলিশ কে  লক্ষ্য  কয়েক রাউন্ড
গুলি করতে থাকে ডাকাতদলের সদস্যরা। পরে পুলিশ  ও পাল্টা  গুলি করে  এসময় ডাকাতদের গুলিতে এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়।পরে  আহত এএসআই সোহরাব হোসেন  পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে  ভর্তি করেন। এ বিষয়ে আড়াইহাজার  থানার অফিসার  ইনচার্জ আনিচুর রহমান বলেন  গতকাল  রাতে  আড়াইহাজার থানার গোপালদী বাজারে  স্বর্ণপট্টিতে ডাকাতি  করতে আসা ডাকাতদলের সাথে পুলিশের  গোলাগুলি  হয়েছে এতে পুলিশের  এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়েছে তাঁকে  আহত অবস্থায় উদ্ধার  করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে |
জনপ্রিয়

ফেসবুকে পোস্ট নিয়ে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা

পুলিশ-ডাকাত গোলাগুলি, এএসআই গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ১০:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
মুরাদ হাসান, রূপগঞ্জ।।  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের  সাথে পুলিশের গোলাগুলিতে  আড়াইহাজার থানার এএসআই   সোহরাব হোসেন   গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে আড়াইহাজার  থানা পুলিশের  একটি টহল টিম এএসআই  সোহরাব হোসেন নেতৃত্বে গোপালদী বাজারে অবস্থা নেয় এসময় পুলিশের উপস্থিতি  জানতে পেরে পুলিশ কে  লক্ষ্য  কয়েক রাউন্ড
গুলি করতে থাকে ডাকাতদলের সদস্যরা। পরে পুলিশ  ও পাল্টা  গুলি করে  এসময় ডাকাতদের গুলিতে এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়।পরে  আহত এএসআই সোহরাব হোসেন  পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে  ভর্তি করেন। এ বিষয়ে আড়াইহাজার  থানার অফিসার  ইনচার্জ আনিচুর রহমান বলেন  গতকাল  রাতে  আড়াইহাজার থানার গোপালদী বাজারে  স্বর্ণপট্টিতে ডাকাতি  করতে আসা ডাকাতদলের সাথে পুলিশের  গোলাগুলি  হয়েছে এতে পুলিশের  এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়েছে তাঁকে  আহত অবস্থায় উদ্ধার  করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে |