প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ১০:১৯ পি.এম
‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না’-তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার ।। গত তিন বছরে ১৭টি টি-টোয়েন্টি মিস করেছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার খেলা হয়নি। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেও ম্যাচ ঘাটতি থেকেই যাচ্ছে। এই কারণেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এমন কথাই জানিয়েছেন তিনি।
অবসর বিষয়ে তামিম পরিষ্কার করে বলেছেন, ‘আমি সবার কাছে পরিষ্কার করে দিতে চাই আমি অবসর নিচ্ছি না। শুধু এই বিশ্বকাপটা আমার খেলা হচ্ছে না। কারণ আমার জায়গায় যারা খেলছে, তারা অনেকদিন খেলছে। তারা সার্ভিস দিচ্ছে। হয়তো আমার চেয়ে ভালো সার্ভিস দেবে। এখানে কোন বিতর্ক নেই।’
নিজের সিদ্ধান্ত নিয়ে তামিম আরও বলেছেন, ‘মানুষ হিসেবে আমি কেমন, সেটা অনেকেই চেনেন না। যারা চেনেন তারা জানেন, আমি যেটা করি সেটা হৃদয় থেকেই করি। আমার মন তাই বলছে, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা সঠিক এবং সঠিক সময়েই নিয়েছি।’
তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও তামিম মনে করেন, সামনের ম্যাচগুলোতে তিনি খেলবেন, ‘ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোন খেলা থাকলে সেখানে তো খেলার চেষ্টা করবো। সামনে তো আরও খেলা আছে সেখানে দেখা হবে।’
এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ১০২টি। যার মধ্যে ৭৮টি ম্যাচেই ছিলেন তামিম। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেকের পর ইনজুরি কিংবা ব্যক্তিগত সমস্যা ছাড়া কখনোই দল থেকে বাদ পড়েননি। ৭৮ ম্যাচে দেশ সেরা এই ওপেনারের সংগ্রহ ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮। কিন্তু টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট মাত্র ১১৬.৯৬। মূলত স্ট্রাইকরেট নিয়েই বার বার সমালোচনার মুখে পড়েন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho