প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ১:৩৮ পি.এম
বিক্রি নিষিদ্ধ ইয়াবার বিকল্প ওষুধসহ একজন আটক

খুলনা ব্যুরো ।।
খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক্ষতিকর ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত ওষুধসহ একজনকে আটক করেছে। বুধবার (১ আগস্ট) রাতে মহানগরীর শান্তিধাম মোড় এলাকার এক ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ দুই ধরনের ওষুধ জব্দ করা হয়। এসময় ফার্মেসির মালিক মোস্তাফিজুর রহমান (৪৫) নামে একজনকে আটক করা হয়।
অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আতাউর রহমান বলেন, ফার্মেসি থেকে ইয়াবার বিকল্প হিসেবে সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রি নিষিদ্ধ ওষুধ সউদ্ধার হয়। এ ঘটনায় ফার্মেসির মালিক মোস্তাফিজুরকে আটক করা হয়। এসময় ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হওয়া নিষিদ্ধ ওষুধ চড়া দামে বিক্রির বিষয়টি স্বীকার করেন তিনি।
ফার্মেসি মালিক আরও জানান, জব্দ হওয়া ওষুধ ‘খ’ শ্রেণির তফসিলভুক্ত মাদক হিসেবে চিহ্নিত হয়েছে। ওই ওষুধে ইয়াবার অ্যামফিটামিন উপাদান থাকায় সেবনকারীদের ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়। যা ইয়াবার থেকেও ভয়ঙ্কর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho