প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ৭:০৮ পি.এম
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ, আটক ৭

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ।।
চট্টগ্রামে মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ী এলাকায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলাকালীন চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মিছিল সহকারে আলোচনা সভায় যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে দিকে ইটপাটকেল ছুড়ে মারেন বলে পুলিশের দাবী, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পরপরই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষের পর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেনসহ বিএনপির উত্তর, দক্ষিণ জেলা সহ থানা ওয়ার্ডের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho