স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টিতে দারুণ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। পরপর খেলে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। সাফল্যও আসছে বেশ। ঘরের মাঠে কদিন আগে অস্ট্রেলিয়া-বধ করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার।
পাঁচ ম্যাচের সিরিজে এরই মধ্যে প্রথম দুটিতে জিতেছে বাংলাদেশ। দুটি জয়ের মধ্য দিয়ে এই ফরম্যাটে এক বছরে সবচেয়ে বেশি জয়ের সাফল্য পেয়ে গেল লাল-সবুজের দল। এই ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে সাফল্যের বছর হয়ে গেল এবার।
নিউজিল্যান্ডের বিপক্ষে কাল চার রানে জিতেছে বাংলাদেশ। যার মাধ্যমে এই বছর জয়ের সংখ্যা হলো আটটি। যেটা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। বাংলাদেশের সামনে সুযোগ আছে এই রেকর্ড বাড়িয়ে নেওয়ার। কারণ, সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বে তিনটি ম্যাচ এবং দ্বিতীয় পর্বে উঠতে পারলে আরও অনেকগুলো ম্যাচ। সব মিলিয়ে এই ফরম্যাটে আরও জয় তুলে নেওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।
এবারের আগে সবচেয়ে বেশি জয় ছিল ২০১৬ সালে। সেটিও অবশ্য আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর ছিল। ওই বছর সাতটি জয় পেয়েছিল বাংলাদেশ। ওই সাত জয় এসেছিল ১৬ ম্যাচে। এবার আট জয় এসেছে ১৩ ম্যাচেই। তার আগে ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়েছিল বাংলাদেশ।
রেকর্ড জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি—আমরা এই সংস্করণে ভালো দল। স্রেফ নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার আমাদের, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি। এবার এই (জয়ের) ধারা ধরে রাখতে পেরে আমরা খুশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho