
শাকিল খান, মানিকগঞ্জ প্রতিনিধি।।
মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি ঘাটে নদী থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের দায়ে চারজনকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এই জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, ওই এলাকার মনির হোসেন, আক্কাস আলী,সেকেন্দার মৃধা ও আবু সাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।