ঢাকা ব্যুরো ।।
মন্ত্রী বলেন, এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির (কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি) অনুমোদনেরও প্রয়োজন আছে।
তিনি আরো বলেন, এ মাস থেকে করোনার টিকা দেয়ার কার্যক্রম আরো বেগবান হবে। এ মাসে আরো আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি ও ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে।
সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।
জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় সারাদেশে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর অধিকাংশ বেড ফাঁকা হয়ে গেছে। সারাদেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেডই খালি হয়ে গেছে। যার মধ্যে ঢাকায় ৭৫ ভাগ খালি হয়েছে। খালি হওয়া এই বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho