মোস্তাফিজুর রহমান,লালমনিরহাট ।।
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাংলাবাড়ি এলাকার প্রেমিক আনিছুর রহমান লেলিন (২৩) বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন প্রেমিকা দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবার থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাংলাবাড়ি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন। পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের শিক্ষার্থী প্রেমিকার সাথে গত ৩ বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। এক পর্যায়ে প্রেমিকার সাথে কথা বলা বন্ধ করে দেন লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করে প্রেমিক (লেলিন)। এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে উঠে প্রেমিকা। প্রেমিকার দাবি বাড়িতে যাওয়ার পর বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায় প্রেমিক। সে থেকে প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় তাঁর (প্রেমিকের বাড়িতে রয়েছেন প্রেমিকা।
প্রেমিকের বাবা নুর ইসলাম ও মা রুবিনা বেগম বলেন, ‘ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নাই। মেয়ের পরিবারের লোকজন আমাদেরকে ভয় দেখায়। আমরা থানায় একটি অভিযোগ করেছি।’
অবস্থান নেয়া প্রেমিকা (২০) বলেন, ‘আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাঁকে তাঁর পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে। আমি খুব স্বাভাবিকভাবে বলছি আমার বিয়ে না হলে আমি আত্নহত্যা করব।’
প্রেমিক আনিছুর রহমান লেলিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। আমার সাথে ওই মেয়ের কয়েকদিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। ওই মেয়ে যা বলেছে সব মিথ্যা। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন এ বিষয়ে ‘উভয় পক্ষ থেকে থানায় দুইটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধিন রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho