প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ৯:৪৬ পি.এম
রূপগঞ্জে হাইওয়ে পুলিশের ফুটপাত উচ্ছেদ অভিযান

মুরাদ হাসান, রূপগঞ্জ।।
রূপগঞ্জে হাইওয়ে পুলিশের ফুটপাত উচ্ছেদ অভিযান করে পঞ্চশটি চটপটির দোকান, ১০ টি টং দোকানসহ মহাসড়কে পরিস্কার করেছে।
বুধবার (৮আগষ্ট) সকাল এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ রূপগঞ্জের গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশের উদ্বেগে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান। এ সময় সাথে থাকেন ভুলতা এলাকার হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন, হাইওয়ে থানার ইন্সেপেক্টর ফারুক আহমেদ, এসআই রাশেদ ও ভুলতা ফাড়িঁর এসআই বারেক। এসময় ফুটপাত ফুটপাত ব্যবসায়ীরা মহাসড়ক দখল করে রাখা অংশ দখলমুক্ত করেন।
জানা যায় ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় দীর্ঘ দিনের যানজটের দুর্ভোগ অনেকটা কমে আসে।
স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় পত্রিকায় যানজটে পড়ে মানুষের ভোগান্তির সংবাদ প্রকাশ করার ফলে হাইওয়ে থানা এ ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে বলে জানান হাইওয়ে পুলিশ। এ অভিযানকালে প্রায় পঞ্চাশটি চটপটির দোকান, দশটি টং দোকান, ভেংগে দেয়াসহ মহাসড়কের উপর বসানো দোকানপাট পরিস্কার করা হয়। এ ছাড়াও রেন্ট এ কার ষ্ট্যান্ড পরিস্কার করা হয়।
এলাকাবাসী বলেন, হাইওয়ে পুলিশ ফুটপাত তুলে দিলে এলাকা ভালো লাগে,কিন্তু এই উচ্ছেদ বেশি সময় থাকবপনা। সত্যই কিছু সময় পরই উচ্ছেদ করা স্থানকে দখলে নিতে দেখা যায়।
এ দখলের বিষয়ে হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের পাশে কোন অবৈধভাবে দোকান বসতে দেয়া হবে না। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho