
শাকিল খান (মানিকগঞ্জ) প্রতিনিধি ।।
ব্রিটিশ আইন ১৮৬১ সালে পুলিশ আইন তৈরি হবার পরে ১৬০ বছরের পুলিশ ইতিহাসে সমতল ভূমিতে থানায় মুলতবি শূন্য কোটায় নিয়ে আসায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
সৈয়দ মিজানুর ইসলাম হরিরামপুর থানার ওসি হিসাবে ভারপ্রাপ্ত দ্বায়িত্ব পাবার পরে ২০২১ সালের ৩০শে মে মাসে হরিরামপুর থানার যতগুলো নিয়মিত মামলা, অপমৃত্যু মামলা, কোর্ট পিটিশন মামলা জুন মাসে সকল মামলার তদন্ত শেষ করে মুলতবি মামলা শূন্য কোটায় নিয়ে আসছেন।
এছাড়া একটি হত্যা কান্ডে ৪৮ ঘন্টায় আসামীকে গ্রেফতার করে মামলার সকল কার্যক্রম শেষ করা হয়েছে।
এছাড়াও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম এ থানায় দ্বায়িত্ব নেয়ার পর থেকে নানা ধরনের সেবামূলক কার্যক্রম করে যাচ্ছেন। করোনা কালীন সচেতনতা প্রচারনা, শান্তি সৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা, দিনে, রাতে টহল দেয়া, থানায় এসে সাধারন কারও মাধ্যমে হয়রানি না হয় সে দিকে খেয়াল রাখা, মসজিদে, এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি, সন্ত্রাসবাদ, বাল্য বিবাহ, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজী রুখে দারাতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে এসব বিষয় নিয়ে প্রচারন চালাছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, উপনিবেশ বিষয়ে ধ্যান ধারনা থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ পুলিশ হিসাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলশ ভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি ।