
আন্তর্জাতিক ডেস্ক।। আগামী ২০২২ সালের শেষ দিকে ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই আজ শনিবার পদত্যাগ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
বিজয় রুপানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় গুজরাটের উন্নয়নে পাঁচ বছরের দীর্ঘ যাত্রা ছিল আমার। নতুন এনার্জির সঙ্গে রাজ্যের আরও উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তার হঠাৎ পদত্যাগের ফলে এখন বিজেপির সামনে তিনটি পথ খোলা রয়েছে। এক, ভারপ্রাপ্ত হিসেবে নতুন কাউকে নিয়োগ দেওয়া। দুই, প্রেসিডেন্ট শাসনের অধীনে রাজ্য পরিচালনা। তিন, নির্বাচনের শিডিউল এগিয়ে নিয়ে আসা। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্র।